Category: বেকার কবিতা

  • তারপর

    দিগন্তব্যাপী প্রান্তর অসীম আকাশ চারিদিকে বয়ে যাওয়া দূর্বার বাতাস ডাল মেলে একটু হেলে দাঁড়িয়ে থাকে ছোট এক গাছ এক ছোট, সাদা পায়রা উড়ে যায়, ভেসে যায় খেলে যায়, কখনওবা বসে যায়, গাছের ডালে গাছের পাতাগুলো ঝিরঝির করে দুলে যায় অশান্ত ঝড়ে আকাশ ভেঙ্গে পড়ে সাদা পায়রা এসে বসে ডালে পাতাগুলো সস্নেহে ঢেকে রাখে দুর্যোগের রাতে…