ইচ্ছেগুলো যত

অদ্ভুত সব ইচ্ছেগুলো, না সাদা না কালো
ওলটপালট ঘুরছে যত
গাছের পাতা ঝরছে তত
তবু বলছে, ইচ্ছেগুলো, পাগল হওয়াই ভালো

বরফঢাকা প্রান্তর, আর সামনে পাহাড় জঙ্গল
পথচলা পথ ক্লান্ত
দিতে চায় আজ ক্ষান্ত
তবু ধিকি ধিকি করে জ্বলছে আগুন, হবে কি কখনও শান্ত?

ফিরে যেতে চায়, ডুবে যেতে চায়
ওই হালকা আলোয় ভেসে থাকা মুখ
ছিঁড়ে যাওয়া বুকে ভেসে থাকা সুখ
বার বার শুধু ছুঁয়ে যেতে চায়…

…ওই উষ্ণ কানের লতি

আহ, মন, তুই চুপ করে যা
তুই বড় চঞ্চলমতি


Comments

4 responses to “ইচ্ছেগুলো যত”

  1. Arey besh mojar to.. bhalo laaglo pore..

  2. বড্ড ভালো। এটা পড়ে আমার বয়স টা ২০ বছর কমিয়ে ফেলতে ইচ্ছে করল হঠাৎ

  3. ধন্যবাদ। আমি মজার মানুষ 😛

  4. হে হে, কি যে বলো 🙂

Leave a Reply to Nilanjan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *