Category: রোমাঞ্চ

  • ফোনবুক

    সেন্টার টেবিলের উপর রাখা ফোনটার দিকে আরেকবার তাকালেন অমিয়বাবু। বারান্দা থেকে সকালের হালকা আলো এসে পড়েছে ফোনটার উপর। গত সপ্তাহ অবধি বলেছে নম্বরটা সুইচড অফ। অমিয়বাবুর কলেজের বন্ধু, তমালের। এর আগে শেষ এরকম হয়েছিল স্কুলের বন্ধু অসীমের ক্ষেত্রে, প্রায় মাসখানেক অপেক্ষা করতে হয়েছিল! আর ভাস্করের জন্যে, দিন দশেক। ভাস্করের ছেলে বাপের মতই নিয়মনিষ্ঠ, কাজ ফেলে রাখত…