Category: অ-বৈজ্ঞানিক

  • উল্টোপাল্টা

    শ্যামবাজার, উত্তর কলকাতা, বুধবার প্রতিদিন ঘড়ি ধরে ভোর পাঁচটায় উঠে বস্তির সামনের টিউবওয়েলটা থেকে দু’বালতি জল ভরে, সেটা দিয়ে আধঘন্টা ধরে চান করাটা নিধুখুড়োর আজন্মকালের অভ্যেস! আর সেই চানপর্বের জলের ঝপাস ঝপাস আওয়াজ, আর সঙ্গে খুড়োর উচ্চস্বরে গাওয়া বেসুরো শ্যামাসঙ্গীতের সমস্বর কোলাহলে রোজই অখিলের ভোরের সুখের ঘুমটার বারোটা বাজে! যদিও “ঘড়ি ধরে” কথাটা আক্ষরিক অর্থে ঠিক নয়, কারণ নিধুখুড়ো ঘড়ি দেখতেই জানে…