আকাশ দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল, কিছুক্ষণ আগেই সূর্যটা ঢাকা পড়েছে নীলচে হয়ে আসা চুড়োটার পেছনে।
ধোঁয়া ওঠা গরম কফির কাপে চুমুক দিল আকাশ।
বাগানের উত্তর দিকের ঝাঁকড়া গাছটা থেকে ডেকে উঠল ছোট্ট হলুদ-সবুজ পাখিটা – “টুট টুট”।
ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আকাশের।
আর আটদিন বাকি।
কাবার্ড থেকে বার করে রাখতে হবে আরেকটা কাপ।
আর, একটা হালকা কম্বল।
.
.
.
দূরের পাহাড়ের গায়ে জ্বলে উঠল কয়েকটা আলো।
আকাশ উঠে পড়ল।
চিকেন আর চিজের নতুন শেখা ডিশটা আরেকবার চেষ্টা করার কথা আজকে, ওটাই হবে ওর দেওয়া সারপ্রাইজ – পরের রবিবার।
Leave a Reply to Nilanjan Cancel reply